Site icon Jamuna Television

উয়েফা নেশন্স লিগে রাতে মুখোমুখি ফ্রান্স-জার্মানি

উয়েফা নেশন্স লিগে রাতে মাঠে নামছে দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স আর জার্মানি। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে হারে বিপাকে রয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো। চলতি বছর ৫ ম্যাচে হেরেছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে, নেশন্স লিগে প্রথম দেখায় ফরাসীদের বিপক্ষে ড্র থেকেই প্রেরণা খুঁজছে জার্মানরা।

অন্যদিকে, অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সময়টাও ভালো যাচ্ছে না। বিশ্বকাপের পর খেলা ৩ ম্যাচের ২টি হয়েছে ড্র, ১ ম্যাচেই জয় পেয়েছে দিদিয়ের দেশম্প শিষ্যরা। দু’দলের ২৯ বারের দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। বিপরীতে জার্মানির জয় ৯ ম্যাচে।

Exit mobile version