Site icon Jamuna Television

গাজীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের কাদেরুল (২৮)।

এদের মধ্যে হেলাল পেশায় একজন কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনেই হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন ও কাদেরুল। রাতেই তাদের চিকিৎসার জন্য জেলার মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজনই ব্রড ডেড ছিল। তারা হাসপাতালে আনার পথে রাস্তাতেই মারা গিয়েছিল। দুইজনকে জরুরী বিভাগে নিয়ে এলে ভালো করে পর্যবেক্ষণ করা হয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, অতিরিক্ত মদপান করার ফলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষ হলে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

/এমএইচআর

Exit mobile version