Site icon Jamuna Television

বিশ্বে মোটা মানুষের সংখ্যা ১শ’ কোটির বেশি

বিশ্বের স্থুলকায় মানুষের সংখ্যা প্রায় ১শ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

আগামী সোমবার (৪ মার্চ) বিশ্ব স্থূলতা দিবস সামনে রেখে স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ল্যানসেট’ ওই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, স্থূলতার কারণে অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তৈরি হয়েছে।

অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশেও আশঙ্কাজনকহারে বেড়েছে মোটা মানুষের সংখ্যা। অথচ, কয়েক বছর আগেও এসব দেশের মানুষ অপুষ্টিতে ভুগতো। এর আগে, ১৯৯০ সালে বিশ্বে প্রায় ২৩ কোটি মানুষ স্থূলতার সমস্যায় ভুগতেন। এরপর ২০২২ সালে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ কোটিতে।

\এআই/

Exit mobile version