Site icon Jamuna Television

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ মার্চ) বিকেল ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

এর আগে, শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট দুইটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর বেশি ইউনিট দরকার হবে না বলেও জানায় ফায়ার সার্ভিস। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি সংস্থাটি।

এদিকে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল এ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা গেছে।

এই ক্ষত না শুকাতেই গতকাল শুক্রবার রাতেও রাজধানীর ওয়ারীতে ‘পেশওয়ারাইন’ নামের রেস্টুরেন্টে আগুন লাগে। তাতে বড় কোনো ক্ষতি হয়নি।

/আরএইচ

Exit mobile version