Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি দলে জাকের আলী

বিপিএলের শুরুতে ঝলক দেখিয়ে চমক হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছিল আলিস আল ইসলাম। তবে ইনজুরির কারণে জাতীয় দলের ড্রেসিং রুমে থাকা হচ্ছে না এই স্পিনারের। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তবে তার ইনজুরি যেন কপাল খুলেছে ভিক্টোরিয়ান্সের মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিকের।

আলিস ইসলামের বদলে শ্রীলঙ্কার সিরিজে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অনিক। শনিবার (২ মার্চ) বিসিবি এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফর্ম করেছেন জাকের আলী। ইনিংসের শেষদিকে নেমে দ্রুত রান তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। ১৪১ দশমিক ১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছেন এই ব্যাটার। ১০ ইনিংসে ব্যাটে নামা জাকের আলীর গড় ৯৯ দশমিক ৫। আট ইনিংসেই ছিলেন অপরাজিত। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪০ রান। ১৪টি ছ্ক্কার পাশাপাশি ১০টি চার হাঁকিয়েছেন তিনি।

/এনকে

Exit mobile version