Site icon Jamuna Television

কার্যকর হয়নি সয়াবিন তেলের নতুন দাম, ক্ষুব্ধ ক্রেতারা

খোলা সয়াবিন। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত ভোজ্যতেলের নতুন দাম ১৬৩ টাকা কার্যক্রম হয়নি। বেশিরভাগ জায়গায় এখনও বাড়তি দরেই চলছে বিক্রি। ফলে, বাজারে গিয়ে বেশ বিপাকে পড়ছেন ভোক্তারা। কঠোরভাবে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা।

রোববার (৩ মার্চ) সরেজমিন দেখা যায়, সারাদেশের হাট-বাজারগুলোর বেশিরভাগ জায়গায়ই সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না। বোতলজাত সয়াবিনে লিটারে আগের দাম ১৭৩ টাকাই রাখা হচ্ছে। খোলাতে সেটা ১৪৯ টাকা।

ব্যবসায়ীদের দাবি, তারা এমন খবর পাননি। এছাড়া, বাজারে নতুন মোড়কের বোতলজাত সয়াবিন আসেনি, এমন অজুহাত দেখিয়েও অনেক বিক্রেতা সাধারণ ক্রেতাদের কাছ থেকে আগের দামই নিচ্ছে। অথচ, নতুন দরের সয়াবিন বাজারে ছেড়েছে বলে দাবি করেছে কোম্পানিগুলো।

পহেলা মার্চ থেকেই নতুন দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেল ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছিল সরকার। তবে, প্রথম দুই দিনে কার্যকর হয়নি এ দাম। পরে, গতকাল (২ মার্চ) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আবারও আশ্বাস দেন আজ থেকে সরকার নির্ধারিত দামে (১৬৩ টাকা) তেল পাবে সাধারণ ভোক্তারা।

ইতোমধ্যে মিলগুলোতে তেলের মূল্য তদারকিতে মন্ত্রণালয়ের টিম যাচ্ছে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী গতকাল বলেন, আগামীকাল (৩ মার্চ) থেকেই সরকার নির্ধারিত ১৬৩ টাকা লিটার দামে খুচরা পর্যায়ে ভোজ্যতেল পাওয়া যাবে। তবে, সেটিরও বাস্তবায়ন দেখা যায়নি দেশের বিভিন্ন হাট-বাজারে। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে বাজার মনিটরিং করার কথাও জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

/এমএইচ

Exit mobile version