Site icon Jamuna Television

দানবীয় তুষারঝড়ের কবলে ক্যালিফোর্নিয়া

দানবীয় তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। শনিবার (২ মার্চ) রেকর্ড করা হয়েছে ৪৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাত। রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাতাসের গতি ঘণ্টায় প্রায় দু’শো মাইল। আভাস আছে, রাজ্যের উত্তরাঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিও। ইতোমধ্যে, সতর্কতা জারি করা হয়েছে লেক তাহোসহ বেশ কিছু পর্যটন এলাকায়। কঠোরভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে স্কিয়িংয়ে।

গেলো কয়েকদিনের তুষার ঝড়ে ক্যালিফোর্নিয়ার প্রায় ৮০ শতাংশ এলাকা ঢাকা পড়েছে তুষারের নীচে। যা গেলো মাসেও ছিলো ৫৮ শতাংশ।

এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, খুব শিগগিরই থামবে না এই ঝড়। তবে, আগামী সপ্তাহে তীব্রতা কমতে পারে সামান্য। ওরেগন, ওয়াশিংটন, আইদাহো ও মন্টানার পাহাড়ি এলাকায়ও বেড়েছে তুষারপাত।

\এআই/

Exit mobile version