Site icon Jamuna Television

আম্বানির ছেলের বিয়েতে নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে বিপাকে রিহানা!

আম্বানির বাড়িতে যেকোন উৎসব মানেই রাজকীয় ব্যাপার স্যাপার। কোনো কিছুতেই যেন কমতি হওয়ার উপায় নেই। সম্প্রতি নীতা আম্বানি-মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে ওঠে গোটা জামনগর। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড, তামিল, তেলেগু সিনেমার বহু তারকা। এ থেকে বাদ পড়েননি হলিউডের সঙ্গীত তারকা রিহানা। নেচে গেয়ে মন ভরান সবার। তবে বাঁধে এক বিপত্তি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারতে পৌঁছান রিহানা। শুক্রবার সন্ধ্যায় ‘ডায়মন্ড’ গেয়ে দর্শককে মাত করেন রিহানা। এর মাঝেই পোশাক ছিঁড়ে ঘটল বিপত্তি।

গান গাওয়ার সময় হাতে মাইক, পরনে জমকালো পোশাক, মাথায় গোলাপী টুপি। গলায়-কানের ভারী গয়না। মঞ্চে গাইছেন, কখনও নাচছেন। মঞ্চে যখন পারফরম্যান্সে ব্যস্ত তিনি ঠিক সেই সময় তার পোশাকের বগলের তলার অংশ গেল ছিঁড়ে। যদিও তাতে রিহানা আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। ওই পোশাকেই নীতা আম্বানির সঙ্গে দিব্যি পা মেলান তিনি। এছড়া অভিনেত্রী, জাহ্নবী কপূরের সঙ্গে তারই ছবির ‘জিংগাত’ গানে পা মেলান রিহানা।

এই অনুষ্ঠানে নেচে গেয়ে কত পারিশ্রমিক পেলেন রিহানা এ নিয়েও আগ্রহের শেষ নেই। তবে জানা গেছে, ৬৬-৬৭ কোটি ভারতীয় রুপি নিয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version