Site icon Jamuna Television

‘অভিমানে’ আর্চারিকে বিদায় জানালেন রোমান সানা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় আর্চারি দলের হয়ে খেলবেন না রোমান সানা। লাল সবুজের জার্সিকে গুডবাই বলে দিয়েছেন তিনি। এরইমধ্যে অবসর নেয়ার সিদ্ধান্ত আর্চারি ফেডারেশনকে জানিয়েও দিয়েছেন সানা। তার অবসরের সিদ্ধান্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের শীর্ষ কর্তারা।

চিঠিতে তিনি ব্যক্তিগত কারণে অবসরের কথা উল্লেখ করলেও মূলত ফেডারেশনের ওপর অভিমান করেই জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি আর্চারির জাতীয় দল থেকে বাদ পড়েছেন রোমান। গত ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ দলে রাখা হয়নি তাকে। এর কারণ অবশ্য ছিল ‘বাজে’ পারফরম্যান্স।

রোমান সানা বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা করেছিলেন তিনি। করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক-২০২০ এ অংশ নিয়েছিলেন তিনি।

২০২১ বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিককে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছিলেন রোমান। নেদারল্যান্ডসের জুটির কাছে হেরে যদিও সোনা জয় হয়নি এ জুটির। রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

২০২২ সালে এক সতীর্থ নারী আর্চারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গত সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও বেশ কিছু দিন ধরেই খুব একটা ভালো ছিল না।

/এনকে

Exit mobile version