Site icon Jamuna Television

গ্রিন-লায়নে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় জয়

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭২ রানে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে ১৯৬ রানেই কুপোকাত হয়ে গেছে কিউইরা। তবে প্রথম ইনিংসে হার মানা ১৭৪ রানের ইনিংসে খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

৩ উইকেটে ১১১ রান নিয়ে পঞ্চম দিনে রোববার মাঠে নেমেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ৫৯ রানে রবীন্দ্রকে আউট করেন নাথান লায়ন। এরপরই নিজের স্পিন জাদুতে সাজঘরে ফেরাতে থাকেন টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও অধিনায়ক টিম সাউদিকে।

২৬ রান করা স্কটকে শিকার করেন গ্রিন। আর ১৪ রান করা ম্যাট হেনরি ও ৩৮ রানে মিচেলকে তুলে নিয়ে জয় নিশ্চিত করেন জশ হ্যাজলউড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন নাথান লায়ন। সবমিলিয়ে এই টেস্টে তিনি শিকার করেছেন ১০ উইকেট।

/এনকে

Exit mobile version