Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার টার্গেট শুধুই যুক্তরাষ্ট্র

পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা কখনোই বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সেই সাথে নতুন অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

ম্যানিলায় আসিয়ান সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে অংশ নিয়ে হো জানান, বিদ্বষমূলক নীতি থেকে না সরলে আর কোন আলোচনার প্রশ্নই আসেনা। একই সাথে তিনি জানান, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোন দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা পিয়ংইয়ংয়ের নেই।

আসিয়ান সম্মেলনে জোটভূক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পিয়ংইয়ং প্রতিনিধিদের বৈঠক হলেও সোমবারই প্রথম গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন তারা।

/আরএএম

Exit mobile version