Site icon Jamuna Television

ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ১৪ ফিলিস্তিনি। শনিবার (২ মার্চ) রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরে সন্ধ্যায় এই হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

প্রত্যক্ষদর্শীদের মতে, সর্বশেষ হামলার ফলে শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে জানা যায়, নিহত ১৪ জনের মধ্যে ৬টি শিশুও ছিল। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

আহমেদ রাদওয়ান নামে একজন উদ্ধারকর্মী বলেছেন, যে ভবনটিতে আঘাত হানা হয়েছে, সেটি বেসামরিক লোকজনের বাসস্থান ছিল এবং সেখানে গাজায় ইসরায়েলের চলমান হামলায় বাস্তুচ্যুত হওয়া কিছু লোকজনও ছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ক্ষুধার্ত ফিলিস্তিনিরা একটি ত্রাণবাহী গাড়িতে পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এ ঘটনায় ১১৮ জন নিহত হয়। এরপর আরেক দফা হামলা হয় একটি প্রসূতি হাসপাতালের পাশের তাঁবুতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিমানে করে খাবার পাঠালেও সেটি সুদূরপ্রসারি কোন ভূমিকা রাখতে পারেনি।

/এমএইচআর

Exit mobile version