Site icon Jamuna Television

জাতীয় ঐক্যের সব দলের সদস্য নিয়ে লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত

ফাইল ছবি

জাতীয় ঐক্যে সব দলের সদস্যদের নিয়ে লিয়াজো কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। দুপুরে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম রবের বাসায় বৈঠক শেষে একথা জানান জেএসডি সভাপতি আ স ম রব।

তিনি আরও বলেন, আগামী কাল আবারও বৈঠকে বসবে ঐক্যফ্রন্টের নেতারা। এসময় তিনি বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ২৩ তারিখ সিলেটে। কর্মসূচির কখন ও কোথায় অনুষ্ঠিত হবে তা আগামীকাল জানানো হবে ।

তবে কর্মসূচিটি জনসভা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এরপর চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিভাগ, শিল্প এলাকা, শ্রমিক এলাকায় কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version