Site icon Jamuna Television

মিরপুরের পল্লবীতে গৃহবধূর ‘আত্মহত্যা’

রাজধানীর মিরপুরের পল্লবীতে মাহফুজা মোতালেব নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। যদিও তার পরিবারের দাবি, যৌতুকের জন্য তাকে হত্যা করেছে তার স্বামী আমিনুল ইসলাম সীমান্ত। পুলিশ বলছে, আত্মহত্যায় প্ররোচনায় মামলা করতে পারে মাহফুজার পরিবার।

মাহফুজার স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ প্রয়োগ ও নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতো মাহফুজার স্বামী আমিনুল। বিশেষ করে মৃত্যুর আগে মাহফুজার বাবার করে যাওয়া সঞ্চয় পত্রের টাকার দাবিতেই বেশি মানসিক চাপ দিত বলে অভিযোগ তার স্বজনদের। পাশাপাশি আমিনুল ইসলাম আগেও আরেকটি বিয়ে করেছে বলে অভিযোগ তাদের।

পুলিশ বলছে প্রাথমিকভাবে সুরতহাল ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যা। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখতে স্বামী আমিনুলকে জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে রেখেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version