Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ নোয়াখালীর যুবক খুন

দক্ষিণ আফ্রিকায় এবার সন্ত্রাসীদের নির্মম গুলিতে অন্তসঃসত্বা স্ত্রীসহ প্রাণ হারিয়েছেন প্রবাসী ব্যবসায়ী মহিন উদ্দিন। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় দম্পতির সাথে থাকা দুই শিশু সন্তান প্রাণে বেঁচে যায়। মহিনের স্বজনরা জানান, রোববার বন্ধের দিন থাকায় মহিন সপরিবারে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গেটে আগে থেকে ওৎ পেতে থাকা এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মহিনকে গুলি করে। এ সময় মহিনের স্ত্রী তাকে জড়িয়ে ধরলে ওই সন্ত্রাসী তাকেও গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনে প্রাণ হারান। এ সময় তাদের ৫ এবং ৩ বছরের দুই কন্যা সন্তান ছিল। তারা প্রাণে বেঁচে যায়। নিহত মহিনের স্ত্রী অন্তঃসত্বা ছিলেন।

আগামীকাল ৫ মার্চ তার সন্তান ডেলিভারির তারিখ ছিল। এমন ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা বলছেন, এইটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সাথে ডাকাতির কোনো সম্পর্ক নেই। তাদের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

এটিএম/

Exit mobile version