Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ভারতের প্রতিপক্ষ আবহাওয়া!

৫ ম্যাচ সিরিজে ৩-১ এ এগিয়ে ভারত। ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। সিরিজ নিশ্চিত হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে শেষ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ শুধু ইংলিশরাই নয়, নিজ দেশের আবহাওয়াও থাকবে স্বাগতিকদের প্রতিকূলে। এমনকি ম্যাচ ভেস্তে যাবার সম্ভাবনাও প্রবল। থাকবে আলোকস্বল্পতাও। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বৃহস্পতিবার থেকে টানা ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শতকরা ৮২ ভাগ। বৃহস্পতি, শনি ও সোমবার বরফে ঢেকে যেতে পারে ধরমশালার মাঠ। এই পরিস্থিতিতে খেলার পরিবেশ থাকবে কিনা সেটিই এখন বড় সংশয়।

তবে আবহাওয়ার এই আগাম বার্তা নিয়ে ম্যাচের বিষয়ে কিছু বলেনি বিসিসিআই ও হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারত-ইংল্যান্ড দুদলই এখন পাঞ্জাবের মোহালিতে রয়েছে।

এদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনিল গাভাস্কার বলেছেন, ধরমশালার আবহাওয়ায় বেশি সুবিধা পাবে ইংলিশরা। সিরিজ জিতলেও ধরমশালা টেস্ট হালকা ভাবে নেওয়া উচিত নয় ভারতের। কারণ ওখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো। বল হাওয়ায় সুইং করবে। ওরা মনে করবে নিজেদের দেশে খেলছে। তাই ভারতকে জিততে হলে আরও ভাল খেলতে হবে।

উল্লেখ্য, ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। ২০২৫ সালের জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। টেবিলের সেরা দুদল মুখোমুখি হবে সেখানে।

/এমএইচআর

Exit mobile version