Site icon Jamuna Television

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন প্যাট কামিন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ আসরের জন্য নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামে কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে দলে ভেড়ায় হায়দরাবাদ। দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই জল্পনা চলছিল তার অধিনায়কত্বের বিষয়ে। অবশেষে সেটিই সত্য হল কারণ এমন পরিস্থিতিতে তার অধিনায়ক হওয়াটা ছিল সময়ের অপেক্ষামাত্র।

বছরখানেক ধরে কামিন্সের পারফরম্যান্স ছিলো নজর কাড়ার মতো। তার অধীনেই গত বছর বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এছাড়া অ্যাশেজ ধরে রাখাসহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে অজিরা। কামিন্স নিজেও হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। তাই হায়দরাবাদের ম্যানেজমেন্ট তার কাঁধে দ্বায়িত্ব তুলে দিয়ে স্বস্তি পেতেই পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ আইপিএলের ট্রফি জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেবার অধিনায়ক ছিলো আরেক অজি ও কামিন্সেরই সতীর্থ ডেভিভ ওয়ার্নার।

/এমএইচআর

Exit mobile version