Site icon Jamuna Television

ভোলায় কলেজছাত্রীকে ধর্ষণের অ‌ভিযোগে যুব‌ক আটক

ভোলা করেসপনডেন্ট:
ভোলায় ঘুর‌তে যাওয়ার কথা ব‌লে এক ক‌লেজ ছাত্রী‌কে জোরপূর্বক ধর্ষণের অ‌ভি‌যোগ উঠেছে উৎপল চন্দ্র শীল নামে এক যুবকের বিরুদ্ধে। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক ক‌রে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেন।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হ‌য়ে শশীভূষণ থানায় অ‌ভিযুক্ত উৎপল চন্দ্র শীল ও তার সহ‌যোগী সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অ‌ভিযুক্ত উৎপল চরফ্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসুলপুন ইউ‌নিয়নের ১ নম্বর ওয়া‌র্ডের তপন চন্দ্র শী‌লের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আ‌গে উৎপল ওই কলেজছাত্রীর ফোন নম্বর নিয়ে তার সা‌থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তু‌লে। পরে রোববার ওই ক‌লেজছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ব‌লে এওয়াজপুর ইউ‌নিয়‌নের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এক‌টি খামার বা‌ড়িতে নি‌য়ে যায়। এসময় কলেজছাত্রীকে জোর করে ধর্ষণ করে সে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আস‌লে দৌড়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। পরে তাকে আটক ক‌রে পু‌লি‌শের হাতে তুলে দেন স্থানীয়রা।

শশীভূষণ থানার ও‌সি মো. এনামুল হক জানান, সোমবার (৪ মার্চ) দুপু‌রের দিকে ওই মামলায় অ‌ভিযুক্ত উৎপলকে চরফ্যাশন আদালতে পাঠিয়েছে পু‌লিশ।

/এএস

Exit mobile version