Site icon Jamuna Television

পোড়া ভবনের সামনে ফুল হাতে শিক্ষার্থীরা

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনও আতঙ্ক কাটেনি রাজধানীর বেইলি রোড এলাকায়। আগুনে পুড়ে কঙ্কালসার হওয়া গ্রিন কজি কটেজ এখন মূর্তিমান আতঙ্ক। এখনও ভবনটির সামনে এসে থমকে দাঁড়ান পথচারীরা।

আগুনে তাদের শিক্ষক ও সহপাঠিকে হারিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৪ মার্চ) সকালে শিক্ষার্থীরা ওই ভবনটির সামনে ছুটে আসেন ফুল হাতে। ফুল দিয়ে স্মরণ করেন অগ্নিকাণ্ডে হারানো শিক্ষক ও সহপাঠিকে।

ভবনে নিয়মনীতি ছাড়া রেস্তোরাঁ গড়ে তোলায় এমন দুর্ঘটনা বলে দাবি করেন তারা। এসময় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন শোকসন্তপ্ত শিক্ষার্থীরা।

এদিকে, আগুনে দগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩ জন এখনও শঙ্কামুক্ত নন বলে জানা গেছে। এর আগে, বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়। এখনও ২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।

/এএস

Exit mobile version