Site icon Jamuna Television

সিরাজগঞ্জে গণ ধর্ষণের অভিযোগ ২ জনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রানীগ্রামে গণ ধর্ষণের অভিযোগে ২ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মাদ নাজির। অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, শহরের রানীগ্রাম এলাকার আবু বক্করের স্ত্রী তাছলিমা খাতুন ২০১৭ সালের ১১ অক্টোবর ভোর রাত ৪টার দিকে স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়। বোনের বাড়ি যাবার জন্য একই এলাকার ১ নম্বর ক্লোজারের কাছে পৌঁছলে আসামি হাফিজুল ইসলাম ওরফে বাবু, মো: সাগর ও মো: ফিরোজ তাছলিমাকে জোর করে বোল্ডারের স্ট্যাকের পাশে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে, পরে রিকসায় তুলে পাঠিয়ে দেয়। পরে তাছলিমা নিজেই বাদী হয়ে সদর থানায় গণ ধর্ষণের মামলা দায়ের করে। পরে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি মমিন ও বাবু স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

মামলার শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু।

Exit mobile version