Site icon Jamuna Television

ফিলিস্তিনের ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলের হামলা, নিহত ৯

ফিলিস্তিনের দেইর-আল-বালাহ শহরে ত্রাণবাহী এক ট্রাকে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মার্চ) দুপুরে শহরটির কুয়েতি গোলচত্ত্বরের কাছে এ ঘটনা ঘটে। এতে ৯ জন নিহতসহ ডজনখানেক আহত হয়েছে। খবর আল জাজিরার।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, পানি আনার জন্য সে নিকটবর্তী একটি কলের কাছে গেলে দেখতে পান রাস্তার বিপরীতে একটি ট্রাক কিছু খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাকটি বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে ত্রাণ সামগ্রী বহন করে নিয়ে যাচ্ছিল। তারা বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য খাদ্য সামগ্রী বহনের কাজ করছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এমএইচআর

Exit mobile version