Site icon Jamuna Television

আমতলীর চাঞ্চল্যকর আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

আমতলীর চাঞ্চল্যকর আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি হিরন গাজী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-০৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা । গতকাল ১৫ অক্টোবর দুপুরে নারায়গঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মোঃ মাসুদ রানা।

র‌্যাব জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে আমতলীর গাজীপুর বাজারে মেয়েকে উত্ত্যক্ত করায় বাধা দিলে বাবা আলী হোসেনকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যা করে ঘাতক হিরন। পরবর্তীতে এ ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি হিরন গাজী নারায়ণগঞ্জের ফতুল্লায় গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর তাকে আটক করে র‌্যাব। আসামি হিরন কে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version