Site icon Jamuna Television

বেইলি রোড ট্রাজেডি: কারাগারে ৪ আসামি

রাজধানীর বেইলি রোডে আগুনে ৪৬ জন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার ৪ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক সোমবার (৪ মার্চ) তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুইদিনের রিমান্ড শেষে বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আইনজীবীরা চারজনের পক্ষে জামিনের আবেদন করেন।

পরে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

এছাড়া, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গ্রেফতার করাদের অনেককে জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।

/এমএন

Exit mobile version