Site icon Jamuna Television

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা, ৩ রেস্তোরাঁকে জরিমানা

রাজধানীর সাত মসজিদ রোডের অগ্নি প্রতিরোধ ও নির্বাপনের ব্যবস্থা না থাকায় ঝিগাতলার কেয়ারি ক্রিসেন্ট নামের ভবনটি সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। সেই সাথে রূপায়ান জেড আর প্লাজায় তিনটি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালায়। অভিযানে দেখা যায় বেশিরভাগ রেস্টুরেন্টে বন্ধ ছিল। তারপরেই ভবনটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চালিয়ে ভবনটিতে একটি ভিসা এজেন্সির তিনজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, বিকেলে রূপায়ান জেড আর প্লাজায় লাইসেন্সের শর্তভঙ্গ এবং আগুনের নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে দ্যা বাফেট এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বুফে প্যারাডাইস রেস্তোরাঁকে ১ লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

/এমএন

Exit mobile version