Site icon Jamuna Television

পিছু হটা মানেই সবসময় হেরে যাওয়া নয়: জয়নুল আবদিন ফারুক

যুদ্ধে কৌশলের অংশ হিসেবে কখনও কখনও পিছু হটতে হয়। কিন্তু পিছু হটা মানেই সবসময় হেরে যাওয়া নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দ্বাদশ সংসদ বাতিল ও একদফা দাবিতে আন্দোলন চলছে। এ আন্দোলন ক্রমেই বেগবান হবে।

৭ জানুয়ারির নির্বাচনী প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যখ্যান করেছে বলেও মন্তব্য করেন বিএনিপর এ নেতা। বলেছেন, এই নির্বাচন ও নতুন সরকার দেশে-বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। রোজার মাসে সিন্ডিকেট বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version