Site icon Jamuna Television

রাজধানীর খিলগাঁওয়ে ফ্যানের সাথে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া এলাকায় মারিয়াম ইমতিয়াজ অধরা (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে বনশ্রী মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তারা পশ্চিম নন্দীপাড়া এলাকায় একটি বাসার তৃতীয় তলায় যায়। সেখানে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে অচেতন অবস্থায় ছাত্রীটিকে ঝুলে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়।

এ পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে আমরা তার পরিবারের সাথে কথা বলে আত্মহত্যার সঠিক কারণ জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা বলে।

পরিবারের সাথেই থাকতো মারিয়াম ইমতিয়াজ অধরা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। তার বাবার নাম নাদিম ইমতিয়াজ।

/এমএন

Exit mobile version