Site icon Jamuna Television

ইউএনআরডাব্লিউএ’র ৪শ’ কর্মীর সাথে সম্পৃক্ততা আছে হামাসের: আইডিএফ

গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ’র বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুললো ইসরায়েল। দাবি, সংস্থাটির সাড়ে ৪শ’য়ের বেশি কর্মীর সাথে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এক ভিডিওবার্তায় দেশটির সামরিক বিভাগ আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, তাদের গোয়েন্দা সূত্রে পাওয়া এই তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে পাঠানো হয়েছে। একটি ভয়েস রেকর্ডিংও শোনান হ্যাগারি। যেখানে ইসরায়েলে হামলা ও অপহরণ প্রসঙ্গে কথা বলতে শোনা যায় কয়েকজনকে।

হ্যাগারি দাবি করেন, অডিওতে শোনা কণ্ঠগুলো ইউএনআরডাব্লিউএ’র কর্মীদের। এর আগে আইডিএফ দাবি করে, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় সম্পৃক্ততা ছিল সংস্থাটির বেশ কয়েকজন কর্মীর। এমন অভিযোগের জেরে সংস্থাটিতে অনুদান বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ।

\এআই/

Exit mobile version