Site icon Jamuna Television

শিরোপা জয়ের পথে ইন্টার মিলান

ঘরের মাঠে জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা য়ুভেন্টাসের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেলো ইন্টার।

সান সিরোতে খেলার শুরুতেই গোলের সুযোগ নষ্ট করেন নিকোলা বারেল্লা। কাউন্টার অ্যাটাকে মেসিয়াসের হেড থেকে আসা বল দারুণ দক্ষতায় রুখে দেন মিলান গোলরক্ষক সোমের। খেলার ৩০ মিনিটে ক্রিস্টিয়ান আসলানির জোরালো শটে লিড পায় ইন্টার। ৩৮ মিনিটে ডি বক্সে বারেল্লাকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। গোল করে ব্যবধান ২-০ করেন আলেক্সিজ সানচেজ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও জেনোয়ার রক্ষণকে ব্যস্ত রাখে ইন্টার মিলানের ফরোয়ার্ডরা। কিন্তু ৫৪ মিনিটে দারুণ এক গোল করেন জেনোয়ার ইয়ুহান ভাসকেজ। তাতে গোলের ব্যবধান কমলেও ২-১ গোলে ম্যাচ জিতে নেয় সানচেজরা।

/এএম

Exit mobile version