Site icon Jamuna Television

বিএনপি নির্বাচনে যাবে কিনা, বলারও সুযোগ দেয়নি সরকার: মির্জা আব্বাস

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সরকার সে কথা বলারও সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, পরিকল্পনা করেই গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করেছে সরকার। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হয়েছে।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হাজারও পরিবারকে শেষ করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হবে। এই সরকার কখনোই টিকে থাকতে পারবে না। জনরোষে তাদের বিদায় নিতে হবে। বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

/এএম

Exit mobile version