Site icon Jamuna Television

নিরাপত্তা নিশ্চিত করে নারী কর্মীদের বিদেশে পাঠানো হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে নারী কর্মীদের বিদেশে পাঠানো হবে। এর পাশাপাশি, জনশক্তি রফতানিতে দক্ষতা ও ভাষা শিক্ষার ওপরেও গুরুত্ব দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মলেন ডিসিদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এর ফলে, বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবে। এতে আরও বেশি বৈদশিক মুদ্রা অর্জন করা যাবে বলে জানান তিনি।

এদিকে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন বলেন, কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সার্ভার লক করে দেয়া হচ্ছে। এছাড়া, ইতোমধ্যে ৪৮ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version