Site icon Jamuna Television

আজ সৌদি বাদশাহের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ বুধবার সৌদি রাজপ্রাসাদে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করবেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন মধ্যাহ্নভোজে।

প্রতিরক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক দু’টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন তারা। কথা বলবেন রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও বৈঠকের কথা রয়েছে তার।

বুধবারের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কাউন্সিল অব সৌদি চেম্বার আর রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক; এবং রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি উদ্বোধন। পরে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারতে, মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

এরআগে মঙ্গলবার রাতে সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান রিয়াদের গভর্নর বন্দর বিন সৌদ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

Exit mobile version