Site icon Jamuna Television

দিয়াবাড়ীতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

রাজধানীর দিয়াবাড়ীতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রীর। নিহত নারীর নাম লতিফা আক্তার। এ ঘটনায় স্বামী রবিউল ইসলাম এখনও পলাতক।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে বেড়াতে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে রবিউল। পরে আহত ঐ নারীকে আশপাশের লোকজনের সহযোগিতায় মেট্রোরেলের ১ ও ২ নম্বর ব্রিজের ঢাল থেকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা মেডিকেলে। কিন্তু সেখানকার চিকিৎসক লতিফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, পলাতক স্বামী রবিউল ইসলামকে ধরার চেষ্টা করছে পুলিশ।

\এআই/

Exit mobile version