Site icon Jamuna Television

আর্জেন্টিনার সাথে দ্বৈরথে শেষ হাসি হেসেছে ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে দ্বৈরথে শেষ হাসি হেসেছে ব্রাজিল। শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পায় সেলেসাওরা। ইনজুরি টাইমের একবারে শেষ মুহূর্তে হেড থেকে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন মিরান্ডা।

সৌদি আরবের জেদ্দায় আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে এই সুপারক্ল্যাসিকো। ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যেত পারতো আলবিসেলেস্তারা। অ্যাঙ্হেল কোরেয়া জালের উদ্দেশ্যে বল বাড়ালেও তা শেষ পর্যন্ত বাঁচিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক অ্যালিসন।

৬ মিনিট পর ব্রাজিলের মিরান্ডার শট গোললাইন থেকে ফিরিয়ে আর্জেন্টিনাকে স্বস্তি এনে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ম্যাচের শেষ ১০ মিনিটেও ২ বার ভাগ্য বিধাতার সুদৃষ্টিতেই নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায় আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ তখন ইনজুরি সময়ের ৩য় মিনিটে। এমন সময়ই মিরিন্ডার এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। নেইমারের কর্নার থেকে এই ডিফেন্ডারের হেডেই ডেডলক ভাঙে সেলেসাওরা।

Exit mobile version