Site icon Jamuna Television

ক্রিকেট খেলার সময় বুকে বল লেগে কিশোরের মৃত্যু

রাজধানীর মুগদা থানার মাণ্ডায় ক্রিকেট খেলতে গিয়ে বুকে বল লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল ইসলামের (১৭) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে বালুর মাঠে ক্রিকেট খেলতে যায় রফিকুল ইসলাম। সকাল সাড়ে ১১টার দিকে ক্রিকেটের বল বুকে লেগে অজ্ঞান হয়ে যায় সে।

পরে গুরুতর অবস্থায় বন্ধুরা তাকে বাসায় নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুল ইসলাম আরও জানান, তার ছোট ভাই রফিকুল দর্জির কাজ করতো। তাদের বাবা মিন্টু মিয়া পেশায় রিকশাচালক। মাণ্ডার ৭৯ পেয়ার আলীর গলিতে শরিফ আহমেদের বাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো রফিকুল। তিন ভাই, দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের চিলাহাটি উপজেলার কাঠালতলী গ্রামে।

Exit mobile version