Site icon Jamuna Television

৪ বছরের নিষেধাজ্ঞা কমে ৯ মাস, মুক্ত হালেপ

সিমোনা হালেপ। ছবি: রয়টার্স

ডোপিংয়ের দায়ে টেনিস তারকা সিমোনা হালেপের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়েছে আদালত। চার বছরের সাজা কমিয়ে করা হয়েছে মাত্র ৯ মাস। ফলে এখন যেকোনো সময় টেনিস টুর্নামেন্টে ফিরতে পারবেন সাবেক উইম্বলডন ও ফরাসি ওপেন চ্যাম্পিয়ন।

ইতোমধ্যেই তার সাজার মেয়াদ ৯ মাস পেরিয়ে যাওয়ায় যেকোনো সময় খেলায় ফিরতে পারবেন তিনি। আগামী ফ্রেঞ্চ ওপেন কিংবা উইম্বলডনে কোর্টে দেখা যেতে পারে সাবেক এই নাম্বার ওয়ান তারকাকে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ডোপ-বিরোধী আইনের দুটি ধারা ভঙ্গ করার অভিযোগে সিমোনা হালেপকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে চার বছরের জন্য নিষিদ্ধ হন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন। ওই সময় মেয়েদের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন রোমানিয়ার এই খেলোয়াড়।

তবে শুরু থেকেই নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আসছিলেন হালেপ। এবার ক্রীড়ার সর্বোচ্চ আদালত হালেপের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেয়াতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি।

/এএম

Exit mobile version