Site icon Jamuna Television

শেষ আট নিশ্চিত করতে রাতে মাঠে নামছে ম্যানসিটি, রিয়াল

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতেও আছে দুটি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার মিশনে রাত ২টায় লড়বে ম্যানচেস্টার সিটি-এফসি কোপেনহেগেন আর রিয়াল মাদ্রিদ-আরবি লাইপজিগ।

প্রথম লেগের ম্যাচে আরবি লাইপজিগের মাঠে খেলতে গিয়ে ব্রাইহাম দিয়াজের কল্যাণে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা। সবশেষ লিগ ম্যাচে রিয়ালের অন্যতম সেরা তারকা জুড বেলিংহ্যাম লাল কার্ড দেখলেও, চ্যাম্পিয়নস লিগে তার খেলতে কোনো বাধা নেই। দলে নতুন কোন চোট নেই। তবে পুরনো ইনজুরিতে এখনও মাঠের বাইরে কোর্তোয়া, ডেভিড আলাবা ও মিলিতাও।

আরেক ম্যাচে ম্যানসিটি অনেকটা নির্ভার হয়ে মাঠে নামবে কোপেনহেগেনের বিপক্ষে। কারণ প্রথম লেগে ৩-১ গোলের জয় থাকায় ২ গোলের লিড আছে গার্দিওলার দলের। সামর্থ অনুযায়ি খেলতে পারলে এই ম্যাচেও বড় জয় পাবার সম্ভাবনা আছে সিটিজেনদের।

/আরআইএম

Exit mobile version