Site icon Jamuna Television

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় সাহেদ হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের বিহারি মোড় নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাহেদের হোসেনের মাথায় আঘাত লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। নিহত সাহেদ ওই এলাকার আড়পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সরকারি মাহতাবউদ্দিন কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র সে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবু আজীব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের  এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version