Site icon Jamuna Television

সিরিজ বাঁচানোর মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে, এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠ নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন একটি। স্পিনার আকিলা ধানাঞ্জয়াকে বসিয়ে বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে দলে নিয়েছে তারা।

ক্রিকেটের ছোট ফরম্যাটে ২০২২ সালের জুলাইয়ের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে তারা। ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষটি। ওই চার সিরিজের একটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে, ৩-০ ব্যবধানে।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি হারের পর বাংলাদেশের সিরিজ জয়ের ঘটনা আছে স্রেফ একটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে প্রথম ম্যাচ ৭ উইকেটে হারলেও পরের দুটি ১২ ও ১৯ রানে জিতেছিল বাংলাদেশ। প্রায় দেড় বছর ধরে সিরিজ না হারার ধারা বজায় রাখতে এবার ফিরিয়ে আনতে হবে ছয় বছর আগেই ওই স্মৃতি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কাএকাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

/আরআইএম

Exit mobile version