Site icon Jamuna Television

শাকিবের বার্ষিক ট্রিলজি শুরু কবে?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আড়াই দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। নামের সাথে জুড়েছে কিং খান, নাম্বার ওয়ান, বস, নবাবসহ একাধিক উপাধি। ভারত-বাংলাদেশ যৌথ সিনেমা দিয়ে কলকাতাতেও জনপ্রিয়তা পান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব জানিয়েছেন চলতি বছরে তিনটি বড় সিনেমা মুক্তি পাবে তার। দুই ঈদের জন্য দুটি সিনেমা চূড়ান্ত হলেও আরেকটি সিনেমার মুক্তির সময় নিয়ে এখনও কিছু জানা যায়নি। নায়কের ফেসবুক পেজে সেই তিন সিনেমার পোস্টারের একটি কোলাজও দেখা গিয়েছে।

গতবছর কোরবানির ঈদে সুপারহিট হয়েছিল তার ‘প্রিয়তমা’ সিনেমাটি। এরপর তিনি মার্কিন এক নায়িকার সাথে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন যেটি এবছর রোজার ঈদে মুক্তি পাবার কথা রয়েছে। পরিচালক রায়হান রাফির সাথে শাকিবের প্রথম কাজ হতে যাচ্ছে ‘তুফান’। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক ও মোশন পোস্টারও মুক্তি পেয়েছে। শাকিবকে সেখানে গ্যাংস্টার লুকে দেখা যাচ্ছে, হাতে রয়েছে বন্দুক। সিনেমাটি এবছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের বিপরীতে একটি সিনেমাও রয়েছে লিস্টে। সিনেমাটির নাম ‘দরদ’।

তবে দরদ সিনেমাটি আলোচনায় এসেছে মূলত পরিচালক অনন্য মামুন এটিকে প্যান ইন্ডিয়ান সিনেমার মতো মুক্তি দিতে চান, এরকম ঘোষণা আসার পর থেকে। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি সারা ভারতজুড়ে চলবে, এরকম কথা জানিয়েছেন পরিচালক। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়সহ একাধিক ভাষায় মুক্তি দেয়ার কথা রয়েছে সিনেমাটির। তবে এটি দুই ঈদের আগে, নাকি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে আসবে সেটিও জানা যায়নি। তাই শাকিবের বার্ষিক ট্রিলজি আসলে কবে শুরু হচ্ছে তা আপাতত বলা যাচ্ছে না।

উল্লেখ্য, প্রিয়তমা’র পরে শাকিবের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে।

/এমএইচআর

Exit mobile version