Site icon Jamuna Television

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা মুক্তার হোসেন ও তার ছেলে সুমন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে পাবনার চাটমোহর উপজেলার চকগোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নাটোর-পাবনা সীমান্তবর্তী এলাকা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল হরতকিতলায় মুক্তার হোসেনের ডেকোরেটর দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন নামের এক যুবককে বেঁধে রাখা হয়। পরে শামীমকে কয়েকজন মিলে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে।

এদিকে শামীমের মৃত্যুর পর তার পিতা ৭ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ডেকোরেটর মালিক মুক্তার ও তার ছেলে সুমনকে গ্রেফতার করে। বাকিরা পলাতক রয়েছে। এসময় উদ্ধার করা হয় ৪টি লাঠি। পুলিশ সুপার বলেন, বাকি ৫ অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে।

/এমএইচআর

Exit mobile version