Site icon Jamuna Television

ড্র করেও কোয়ার্টারে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ড্র করলেও প্রথম লেগের ১-০ গোলের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলিংহামরা। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ২-১ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে লাইপজিগের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়াল। ভিনি-বেলিংহামের পেছনে চার মিডফিল্ডারকে খেলান আনচেলত্তি। ক্রুস-ভালভার্দের সঙ্গে খেলেছেন কামাভিঙ্গা ও চুয়ামেনি। প্রথম লেগের লিডটা ধরে রাখতে চাচ্ছিলেন রিয়াল কোচ। তাতে খুব একটা লাভ হয়নি। রিয়াল স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বিরতির পর কামাভিঙ্গাকে তুলে রদ্রিগোকে নামান আনচেলত্তি। তাতে রিয়ালের খেলায় কিছুটা ধার ফেরে।

খেলার ৬৫ মিনিটে বেলিংহামের পাস থেকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৬৮ মিনিটে অরবানের গোলে সমতায় ফেরে লাইপজিগ। খেলা শেষ হয় ড্রতে। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগের ফল মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ।

/এএম

Exit mobile version