Site icon Jamuna Television

খরায় আফগানিস্তানে বাস্তুচ্যুত ২ লাখ ৬০ হাজার মানুষ

১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম খরার কবলে আফগানিস্তান। এর প্রভাবে চলতি বছর দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ।

মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খাবার ও পানির তীব্র সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে।

প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে না ঐ অঞ্চলে। স্থানীয়রা বলছে, খরা কবলিত মানুষদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ।

হেরাতসহ কয়েকটি অঞ্চলে ত্রাণ সহায়তায় কাজ করছে বিশ্ব খাদ্য সংস্থা। তবে এত বিপুল সংখ্যক মানুষের মাঝে ত্রাণ বিতরণকে বিশাল চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

Exit mobile version