Site icon Jamuna Television

সুইচ টিপে লাইট বন্ধের মতো দূষণ কমানো যায় না: পরিবেশমন্ত্রী

ঢাকায় বায়ু দূষণের মাত্রা আগামী এক বছরের মধ্যে কমানো যাবে এমন আশাব্যক্ত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুইচ টিপলেই লাইট অফ করার মতো দূষণ কমানো যায় না।

বৃহস্পতিবার (৭ মার্চ) সচিবালয়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড কর্মসূচির উদ্ধোধন শেষে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

বায়ু দূষণ কমাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে পরিবেশ দূষণকারী তিনশোর মতো ইটভাটা বন্ধ করা হয়েছে। রাজধানীর আশপাশেও এমন ইটভাটা চিহ্নিত করে অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

সাবের হোসেন বলেন, দেশে প্রথমবারের মতো ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। এতে, বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হবে। এই কর্মসূচি চলবে ৫ মাসব্যাপী।

উল্লেখ্য, সারাদেশে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ের অলিম্পিয়াড। যেখানে দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী স্কুল ও কলেজ ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। বিজয়ীদের জন্য থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।

/এমএইচ

Exit mobile version