Site icon Jamuna Television

মেক্সিকোতে প্রেসিডেন্ট প্রাসাদের দরজা ভাঙলো বিক্ষোভকারীরা

মেক্সিকোতে প্রেসিডেন্ট প্রাসাদের দরজা ভেঙে ফেললো বিক্ষোভকারীরা। বুধবার (৬ মার্চ) ঘটে এমন ঘটনা। জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ যখন নিয়মিত ব্রিফিং-এ কথা বলছিলেন, তখন একদল জনতা হামলা চালায় তার বাসভবনে। এসময় একটি পিকআপ দিয়ে ভেঙে ফেলে ভবনের একটি দরজা। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশটিতে নিখোঁজ হন অন্তত ৪৩ জন ছাত্র। ১০ বছর আগে নিখোঁজ হওয়াদের খুঁজে পেতেই এই বিক্ষোভ হয় দেশটিতে।

/এএম

Exit mobile version