Site icon Jamuna Television

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ কিম জং উনের

একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: ইএফই

উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার (৭ মার্চ) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (৬ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি। তবে ঠিক কোথায়, কোন ঘাঁটিতে গেছেন, তা স্পষ্ট করা হয়নি।

কিম জং উন বলেন, পরিস্থিতি বিবেচনায় সেনাদের প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। সামরিক সক্ষমতা ঝালাইয়ে সেনাদের নিয়মিত মহড়ার কথাও বলেন।

এমন সময় কিম এই নির্দেশনা দিলেন, যখন অঞ্চলটিতে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। গত সোমবার (৪ মার্চ) শুরু হওয়া দুদেশের সামরিক প্রদর্শনী চলছে, গত বছরের তুলনায় বড় কলেবরে।

/এএম

Exit mobile version