Site icon Jamuna Television

সাধারণ মানুষের জন্য কাজ করতে সদস্যদের প্রতি র‍্যাব মহাপরিচালকের আহ্বান

সাধারণ মানুষের যেকোনো বিষয়ে অভিযোগ নেয়া এবং সহযোগিতা করতে র‍্যাবের প্রতিটি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে র‍্যাব হেডকোয়ার্টারে মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে ৩৩ জন শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। নানা অভিযানে অবদান রাখায় এ সময় ১২০ সদস্যকে ব্যাচ প্রদান করা হয়। র‍্যাবের নিহত সদস্যদের পরিবারকে আগামী বছর থেকে ৫০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা অনুদানের কথা জানান এম খুরশীদ হোসেন।

এ সময় বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক, ক্যাম্প কমান্ডারসহ উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, র‍্যাব সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। মর্যাদা রক্ষার্থে আরও দায়িত্বশীল হয়ে কাজ করে যেতে হবে।

/এমএন

Exit mobile version