Site icon Jamuna Television

রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা, একটুর জন্য প্রাণে বাঁচলেন জেলেনস্কি

কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেসায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় সেখানে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এবং গ্রিক প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। আহত হয়েছেন অনেকে।

বুধবার (৬ মার্চ) এ হামলা চালায় রাশিয়া। এ সময় মাত্র ৫০০ মিটার দূরে ছিলেন দুই রাষ্ট্রপ্রধান। এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও কালো কুণ্ডলির মতো ধোঁয়া দেখেছেন দুজনই।

এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখতে পেয়েছেন।

জেলেনস্কি বলেন, আপনারা দেখছেন, আমরা ২ বছর ধরে কাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তারা (রাশিয়া) আসলে কোনো কিছুর তোয়াক্কা করে না। আমি এ ঘটনায় হতাহতের সম্পর্কে বেশি জানি না। তবে এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সবার আগে নিজেদের রক্ষা করতে হবে। আর এটি একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই সম্ভব।

এ সময় গ্রিক প্রধানমন্ত্রী ক্রায়াকোস বলেন, জেলেনস্কি আমাকে মূলত দক্ষিণাঞ্চলের ক্ষয়ক্ষতি দেখাতে নিয়ে এসেছিলেন। আমরা সফর শেষে গাড়িতে উঠবো, এমন সময় বিকট জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

তিনি বলেন, সেখানে যে সত্যিকার অর্থেই যুদ্ধ চলছে, তা এই ঘটনার মাধ্যমেই বোঝা যায়। প্রতিদিন শুধুমাত্র সেনা নয়, অসংখ্য নিরপরাধ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এ যুদ্ধে।

এটিএম/

Exit mobile version