Site icon Jamuna Television

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

হাসপাতালে চিকিৎসা নেন আহতরা। ছবি-সংগৃহীত

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বামকান্দি গ্রামের আব্দুল ছোবানের সাথে গ্রামের শফিক মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল ছোবান। এ ঘট্নায় আহত ২৫ জনের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version