Site icon Jamuna Television

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, কলেজছাত্র নিহত

ছবি: নিহত কলেজছাত্র মো. মিতুল

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াজুরী-ঘিওর সড়কের জাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মো. মিতুল (২১)। তিনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের মো. বজলুল রহমানের ছেলে। মিতুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী ফাহিম আহম্মেদ (২০) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কাকজোর গ্রাম থেকে মোটরাসাইকেল করে দুই বন্ধু মিতুল ও ফাহিম ঘুরতে বের হন। জাবরা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মিতুলের মৃত্যু হয়।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, আহত কলেজছাত্রকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ/এনকে

Exit mobile version