Site icon Jamuna Television

’৭৫ পরবর্তী সময়ে ৭ মার্চের ভাষণ শুনতে দেয়া হয়নি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

’৭৫ পরবর্তী সময়ে জনসাধারণকে ৭ মার্চের ভাষণ শুনতে দেয়া হয়নি। কিন্তু ৭ মার্চ হাজার বছরের বাঙালি জাতির মুক্তির সনদ ছিল বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যতদিন পৃথিবীতে মুক্তির সংগ্রাম থাকবে, ততদিন ৭ মার্চের ভাষণ গোটা পৃথিবীর কাছে অনুপ্রেরণা হিসাবে থাকবে।

তিনি জানান, পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানের সভাকে বিচ্ছিন্নতাবাদীদের সভা আখ্যা দিতে পারত। তাই বঙ্গবন্ধু সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়েও কৌশলে বাঙালিকে স্বাধীনতার ডাক দেন।

/এমএন

Exit mobile version